ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ ২৫ জুন ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের ব্যবস্থাপনা করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এন আই এল জি) ইউনিয়ন পরিষদ সম্পর্কিত এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন আয়োজক সংস্থার পরিচালক (প্রশাসন) ও সরকারের যুগ্ম সচিব মোঃ সবুর হোসেন। এতে স্থানীয় পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিব মিলে ৬১ জন অংশ নেন।
প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ নাসিম আহমেদ, ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া এবং ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন আহমেদ।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, ঈদগাঁও উপজেলা হওয়ার পর এই প্রথম ঈদগাঁওতে সরকারি ভাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হলো।
এদিকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক জয়েন্ট সেক্রেটারী মো: সবুর হোসেন ও ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়াকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত ও ফুলেল শুভেচ্চা জানান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিনুন্নাহার সহ কর্মরত শিক্ষকবৃন্দ এবং গার্ল -ইন গাইড সদস্যরা। কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
১৬২ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে