কক্সবাজারের ঈদগাঁও কে আলাদা উপজেলা ঘোষণা করা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
এ উপজেলার ঘোষণার মধ্যে দিয়ে ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে অভুতপূর্ব উন্নয়ন হবে। তাছাড়া হাসপাতাল, ফায়ার সার্ভিস, শিক্ষা অফিস, এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে যাবে।তিনি মঙ্গলবার বিকেলে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার অস্থায়ী কার্যালয় পরিদর্শনে এসে উপরোক্ত কথা গুলো বলেন।
এদিন বিকেলে মেয়র মুজিবুর রহমান ঈদগাহ এসে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেন।পরে তিনি কবি নুরুল হুদা সড়কের জাহানারা স্কুলের পাশে অবস্থিত উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন।পরে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুজিবুর রহমান।
এসময় তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠনে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহবান জানান।সংগঠনের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাস্টার নুরুল আজিম, হুমায়ুন কবির চৌধুরী হিমু, আহমদ করিম সিকদার, রাজিবুল হক চৌধুরী, আবু হেনা বিশাদ প্রমুখ সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৬২ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে