খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে ভয় পায়।
দেশের মানুষ এখন বাজারে যাইতেও ভয় পাচ্ছে, দ্রব্যমূল্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। দেশে দুর্নীতি এখন নিয়মে পরিণত হয়েছে, লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে কিছু নেতা ও আমলারা।
এই অবস্থা থেকে মুক্তি পেতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলার মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঈদগাঁও উপজেলা সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু।
সভা শেষে উপস্থিত শুরার সদস্যদের ভোটে মাওলানা ক্বারী মোহাম্মদ ফোরকান পুনরায় সভাপতি ও হাফেজ মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। প্রধান অতিথি: নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে পরামর্শ করে ২০২৩-২০২৪ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
১। সভাপতি, মাওলানা ক্বারী মোহাম্মদ ফোরকান
২। সহ সভাপতি, মাওলানা মুহাম্মদ জসিমুদ্দীন
৩। সহ সভাপতি হাফেজ মাওলানা কলিমুল্লাহ
৪। সহ সভাপতি আতিকুর রশিদ তারেক
৫। সহ সভাপতি মাওলানা নাজির হুসাইন
৬। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমরান উদ্দিন
৭। সহ সাধারণ সম্পাদক মাষ্টার কুতুবউদ্দিন
৮। সাংগঠনিক সম্পাদক মাওলানা ফায়সল সিরাজী
৯। সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল
১০।বায়তুলমাল সম্পাদক হা: মোহাম্মদ শাহজাহান
১১। সহ বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ মুহসিন,
১২। প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মারওয়ান ছিদ্দিকী
১৩। সমাজকল্যাণ সম্পাদক হাফেজ নুরুল হক
১৪। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান,
১৫। দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মুবিনুল হক,
১৬। পাঠাগার সম্পাদক সালামতুল্লাহ
১৭। সহ দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা নাজিমুদ্দিন।
নির্বাচিত সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ ফোরকানের মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
১৬২ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে