কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আাবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ‘আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
সোমবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে গিয়েছিলেন। সোমবার চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার ও বাসটি দুইটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে–মুচড়ে যায়।’
নিহতরা হলেন– চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মো. দুলা মিয়া, বাহারছড়া ৭ নম্বর ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৬০ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১৬২ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮১ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৪ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২০৯ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১২ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২১৩ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে