কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মনির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩০ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। মৃত মনির উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পালাকাটা এলাকার মৃত ইলিয়াসের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাতে সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে বুকের ব্যথা অনুভব করার কথা জানালে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে মনির উদ্দিনের শরীরে হিটস্ট্রোকের লক্ষ্মণ ধরা পড়ে। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা করার মুহূর্তে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,মনির উদ্দিন একদম সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। তাই তাঁরা ধারণা করছেন, বৈশাখের এই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আরমান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১৬০ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১৬২ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮১ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৪ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২০৯ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১২ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২১৩ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে