নব গঠিত ঈদগাঁ উপজেলার নির্বাচনে সহিংসতায় নিহত ছফুর আলমের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহত ছফুর আলমের লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।
গতকাল বেলা বাড়ার পর পরই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিশৃঙ্খলা শুরু হয়। পোকখালী, জালালাবাদ, ঈদগাঁওর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধার সৃষ্টি করে প্রভাবশালীরা।ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রীক সহিংসতায় ছফুর আলমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত ছফুর আলম (৩৫) পশ্চিম পোকখালীর ৪ নম্বর ওয়ার্ডের মালমুরাপাড়ার মৃত নমিউদ্দিনের ছেলে। তিনি ওই কেন্দ্রে টেলিফোন প্রতীকের এজেন্ট ছিলেন।
পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, নির্বাচনী সহিংসতায় অন্য প্রার্থীর লোকজন ছফুর আলমের বাড়িতে হামলা চালায়। এসময় লুটতরাজ চালানো হয়। বাঁধা দেয়ার চেষ্টা করলে ছফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় আরো সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বিষয়ে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমার সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় এখনো কোন ধরণের অভিযোগ দায়ের করা হয়নি তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করার কথা জানিয়েছেন তিনি।
ঈদগাঁও সাধারণ ভোটাররা বলছেন, ঈদগাঁও উপজেলায় যেহেতু প্রথম নির্বাচন সেহেতু আমাদের কামনা ছিল সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন। কিন্তু এভাবে মৃত্যু এবং ঘরবাড়িতে হামলার মতো ঘটনা দিয়ে নির্বাচন সম্পন্ন হবে সেটা কল্পনাও করিনি। ঈদগাঁওর প্রথম উপজেলা নির্বাচন একটি কলঙ্কিত ইতিহাসের স্বাক্ষী হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
১৬০ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১৬২ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮১ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৪ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২০৯ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১২ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২১৩ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে