পরার্থ দায় : ঈদগাঁও উপজেলায় স্বামীর ফৌজদারি অপরাধের দায়ে স্ত্রী ও দু'শিশুর জেল হাজাতবাসের আইনী বিশ্লেষণ !
সাধারণত আইন অনুসারে প্রত্যেক ব্যক্তি তার কৃত অপকর্মের জন্য দায়ী হয়, অন্যের অপকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। কিন্তু টর্ট আইনে এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেক্ষেত্রে একজনের অপকর্মের জন্য অন্য ব্যক্তিকে দায়ী করা হয় এবং একে পরার্থ দায় (Vicarious Liability) বলা হয়।
পরার্থ দায় তিন ভাবে হতে পারে। যথাঃ ০১.অপকর্মকারীর সাথে কোন সম্পর্কের ফলে (By relation);
০২.অপকর্মটি অনুমোদনের ফলে (By ratification);
০৩.অন্যায় কাজে প্ররোচনা বা সহায়তা করলে (By abetment)।
যে সকল সম্পর্কের কারণে অন্যের অপকর্মের দায়িত্ব বহন করতে হয়
অন্যায়কারীর সাথে যে সকল সম্পর্কের জন্য অপকর্মের দায়িত্ব গ্রহণ করতে হয় তার মধ্যে নিম্নবর্ণিতগুলো অন্যতম। যথাঃ
#মনিব ভৃত্য সম্পর্ক (Master and servant);
#প্রধান ও প্রতিনিধি সম্পর্ক (Principal and agent);
#নিয়োগকর্তা ও প্রতিনিধি সম্পর্ক (Employer and Independent contractor)
#অভিভাবক ও প্রতিপাল্য (Gurdian and ward)।
উদাহরণঃ- ‘ক’ একটি বেসরকারী হাসপাতালে কর্মরত সার্জন। রোগীর অপারেশনকালে মাত্রাতিরিক্ত ইনজেকশন প্রয়োগ করলে রোগীর মৃত্যূ ঘটে।এ ক্ষেত্রে বিবাদী হচ্ছে কর্তব্যরত সার্জন এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, কর্তব্যরত সার্জন অবহেলার দায়ে দায়ী হবে। অবহেলার জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ৩ টি। যথাঃ ০১.সাবধানতা অবলম্বনের দায়িত্ব;
০২.বিবাদী কর্তৃক সে দায়িত্ব লংঘন;
০৩.পরিণতিতে বাদীর ক্ষতি।
এক্ষেত্রে, ৩ টি উপাদানই বর্তমান রয়েছে। তাই বাদী এ উপাদানগুলি প্রামাণ করতে পারলে কর্তব্যরত সার্জন দায়ী হবে। এছাড়া বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ পরার্থ দায়ের ভিত্তিতে দায়ী হবে। কারণ, সার্জন ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে নিয়োগকর্তা এবং কর্মচারী সম্পর্ক বিদ্যমান। নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপি'র কথিত ঘটনার সহিত পরার্থ দায় হিসেবে স্ত্রী ও দু'শিশু সন্তান'কে মামলায় জড়িত করণ এবং হাজতবাস আইনও আইনের ভাষ্য বিরোধী। যা হয়েছে খুবই অন্যায় ও আইনের ব্যত্যয় হয়েছে বলে প্রতীয়মান হয়।
লেখকও কলামিস্ট
মোবারক হোসাইন সাঈদ,
এডভোকেট,
জেলাও দায়রা জজ আদালত, কক্সবাজার
১৬২ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে