ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের সোমেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে আজ বৃহস্পতিবার আনুমানিক বিকেল পাঁচটায়
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের সমেশপুর এলাকায় ফরিদপুর থেকে সালথাগামী একটি হাইস মাইক্রোবাস (যার নম্বর -ঢাকা মেট্রো- চ ১৬-০৭৪৫)
এর সাথে বিপরীত দিক হতে আসা।একটি যাত্রীবাহী মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হয় ।
এঘটনায় একাধিক ব্যক্তি আহত হয় তারা হলেন মাহিন্দ্র চালক
১।সিদ্দিক মোল্লা (৫৫) ,পিতা- জীবন মল্লিক সাং- সালথা বাজার থানা- সালথা জেলা- ফরিদপুর
২।খন্দকার জিল্লুর হক সুমন(৪০)
পিতা- মৃত খন্দকার সামসুল হক
সাং -কাফুরা থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর
৩।এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি সাং-ঘোড়াদাহ থানা-
কোতোয়ালি জেলা --ফরিদপুর।
৪।লাইজু (৩৮)
পিতা -মো নুরুল ইসলাম ব্যাপারী সাং -সাদীপুর থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর
৫।আক্তারুজ্জামান হিমু (৫৭) পিতা-মৃত সিরাজ উদ্দিন মোল্লা সাং -ভাওয়াল থানা -সালথা জেলা - ফরিদপুর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬-১৫ মিনিটে ঘটিকার সময় এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি সাং-ঘোড়াদাহ থানা- কোতোয়ালি, জেলা - ফরিদপুর মৃত্যুবরণ করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য অপর একজনকে জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ০৩ জন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত হাইস মাইক্রোবাস ও মাহেন্দ্র স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
১৬৩ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৩০১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৩৭ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৪৯ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৬৬ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯৮ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে