২১/৩/২০২৩ ইং রোজ মঙ্গলবার,চটগ্রাম উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে হাটহাজারী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বিএনপি মিডিয়া সেল ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করতেছে। গণতন্ত্রের রেশমাত্র নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী যাকে রাজপথে পাওয়া যাবে, সেই যেই হোক তাকে মূল্যায়ন করা হবে। সকল বিপদ আপদে দেশনায়ক তারেক রহমানের পক্ষ হতে আপনাদের পাশে ছিলাম,আছি সব সময় থাকব ইনশাল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম বলেন, হাটহাজারীতে যেভাবে আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তার ধারা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবেন। হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার মুন্নার সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ফোরকান ইকবাল,এরশাদ মির্জা।আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ এমরান চৌধুরী,আরফিন সাইফুল, আবু বক্কর সোহেল, আসিফ মিজান, ফরহাদ আপেল, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ।
৭ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে