মেহেরপুরের গাংনী উপজেলার বেদীপুর গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকাল ৪:৩০ টার দিকে দেবীপুর ঝোড়াঘাট পাড়ায় ডা. এ এস এম নাজমুল হক সাগরের উদ্যোগে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. নাজমুল হক সাগরের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল। সমাবেশে সভাপতিত্ব করেন বামুন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়ারুল হক।
এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্নার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দেবীপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফকির মাহমুদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা ফয়জুদ্দিন, সলেমান হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে ডা. এ এস এম নাজমুল হক সাগর কে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
এসময় সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ দেবীপুর গ্রামের শত শত মহিলারা উপস্থিত ছিলেন।
৮৫ দিন ৫ মিনিট আগে
৯৮ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৯৮ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
১০১ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১০১ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০১ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩২৬ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৭৩ দিন ১ মিনিট আগে