রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি,২৯ অক্টোবর ২০২৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে সমাবেশ করেছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ ২৯ অক্টোবর (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে সমাবেশ করেছেন। এ সময় বিএনপি জামাতের যে অনৈতিক হরতাল ডেকেছে তার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেন।গোয়ালন্দ বাস স্ট্যান্ড হতে বিশাল এক মিছিল বের হয়ে জামতলা পর্যন্ত গিয়ে আবার গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে মিছিলের সমাপ্তি করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ বিএনপি জামাতের কোন নেতা যদি বিশৃঙ্খলা ঘটায় তাহলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী এক হয়ে বিএনপি জামাত এর ঘরে থাকতে দেবেনা। আমরা গোয়ালন্দবাসী শান্তিপূর্ণ গোয়ালন্দ চাই। বাংলাদেশে আর কোন হরতাল অবরোধ চায় না।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, এই বিএনপি-জামাত সন্ত্রাস নৈরাজ্য এরা কতটা ভয়াবহ হতে পারে তা গতকালের শান্তি সমাবেশ দেখলেই বুঝতে পারবেন। এই বিএনপি-জামাত বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী রাজ্যের পরিণত করতে চায়। আমরা গোয়ালন্দবাসী নৌকাকে বিজয় করে এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ।
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌড় মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আপনারা জানেন যে এই বিএনপি জামাত সন্ত্রাস গতকাল ঢাকা পুলিশ সহ সাংবাদিকদের ওপর যে নির্যাতন এবং নিপীড়ন অন্যায় অত্যাচার করেছেন তারই প্রতিবাদে আজ গোয়ালন্দ এই সমাবেশ। বিএনপি-জামাত আবারও তারা নিজেদের পরিচয় দিয়ে গেল তারা সন্ত্রাস। তাদের এমন অপকর্মের তীব্র নিন্দা জানাই।
গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন,
আমরা গোয়ালন্দবাসী আমাদের এখানে নৌকার ঘাঁটি। আমরা এই বিএনপি জামাতকে কখনোই রাজপথ ছেড়ে দেবো না। আমাদের একটাই দাবী এই গোয়ালন্দে বিএনপি জামাত সন্ত্রাস থেকে মুক্ত করবো।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস আলী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবীর হোসেন হৃদয় ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে