পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছেঘন কুয়াশার কারণে। এরই মধ্যে মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে দুইটি ফেরি ঘন কুয়াশার কারণে ঘাট খুঁজে পাচ্ছে না।
শনিবার (৯ ডিসেম্বর) রাত ১ টার সময় এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রোববার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট কেরানী মোঃ আমিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। কুয়াশার কারণে ছোট-বড় ২ টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার আমিন বলেন আমরা রাত সাড়ে বারোটার দিকে ঘাটে এসে দেখি কুয়াশার কারণে ফেরি বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকার কারণে আমরা ঘাট পার হতে পারছি না। এতে আমাদের অনেক লস হচ্ছে।
কথা বলে আরেক নারী যাত্রী তিনি বাচ্চাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কালোখালি থেকে । বাচ্চাদের নিয়ে শীতের রাতে খুবই কষ্টে রাত পার করেছি ।এখন সকাল হয়েছে কুয়াশা কমে নাই এইজন্য ফেরি বন্ধ রয়েছে এতে খুবই কষ্ট পোহাতে হচ্ছে।
তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে ,ঘন কুয়াশা কেটে গেলেই ফেরিগুলো স্বাভাবিকভাবে ছেড়ে যাবে ।
এবং আমাদের আরও ফেরি ছাড়তে সমস্যা হয় চ্যানেল গুলো মাঝে অসংখ্য ডুবচর রয়েছে এজন্যই ফেরি গুলো আটকে যায়।
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে