রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
রাজবাড়ীর গোয়ালন্দে ১হাজার পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া মোড়ল বাড়ী এলাকার মৃত সলেমান মোড়লের ছেলে। বর্তমান সে ঢাকা সাভার উপজেলার তালবাগ এলাকায় বসবাস করে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাছরুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শ্রীদাম দত্তের পাড়া সাকিনস্থ রহমান মন্ডলের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোষ্ট করে ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদক কারবারি কামালকে ১হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ-ব্যপারে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।