পায়কট বাংলাদেশে দৌলতদিয়া যৌনকর্মীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান
দেশের বৃহত্তর যৌনপল্লীতে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ই ফেব্রুয়ারি )সকাল ১১ টা ৩০ মিনিটের সময় মাই কেয়ার ও প্রফেসর ডা. জিন্নাত আরা নাসরিন, গোল্ড মেডেলিস্ট ঢাকা মেডিকেল কলেজের সহযোগিতায় দৌলতদিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশের আয়োজনে নিজস্ব ক্যাম্পাসে ১২ থেকে ২৫ বছর বয়সী ১৫ জন মেয়েদের বিনামূল্যে দ্বিতীয় ডোস টিকা প্রদান করা হয়েছে।এ সময় টিকা প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বেদেনা আক্তার।
সে সময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশেরএর ম্যানেজার মো. মুজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস,দৌলতদিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ এরপ্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব,গোয়ালন্দ আধুনিক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু প্রমুখ।