"দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো এহানে একখান ব্রীজ অইলো না !!
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ব্রীজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। পারাপারে খেয়া নৌকাই সেখানে একমাত্র ভরসা।
উপজেলার
উজানচর ইউনিয়নের অন্তর্গত হাবিল মন্ডল পাড়া-দরাপের ডাঙ্গী এলাকায় মরা
পদ্মা নদীর উপর এখনো খেয়া নৌকাই চলাচলের একমাত্র মাধ্যম। তাও সেটা ঘন
কচুরিপানায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়।
স্হানীয়রা বলছেন, সেখানে একটি
ব্রীজ নির্মান হলে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ
সরাসরি উপকৃত হবেন। গোয়ালন্দ উপজেলা শহর, জামতলার হাট,মমিনখার হাটসহ
ফরিদপুর শহরের সাথে অবহেলিত চরবাসীর সরাসরি যোগাযোগ স্হাপিত হবে। বদলে
যাবে এলাকার কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবা সহ সামগ্রীক পরিস্হিতি।
গোয়ালন্দ
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালে সেখানে ২৬০ মিটার
দৈর্ঘের একটি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব উর্ধতন কতৃপক্ষ
বরাবর পাঠানো হয়েছিল। কিন্তু অদ্যাবধি তাতে কোন সারা মেলেনি।
সরেজমিনে
আলাপকালে উজানচর হাবিব মন্ডল পাড়ার বাসিন্দা জিন্দার কাজী বলেন, তাদের এ
এলাকাটি কৃষি নির্ভর এলাকা। প্রচুর ফসল উৎপাদন হয়। কিন্তু পরিবহন সমস্যার
কারনে তারা নায্য মূল্য হতে বঞ্চিত হন। মালামাল পরিবহন করা খুবই কষ্টসাধ্য
হয়।
জামতলা দাখিল মাদ্রাসার ছাত্রী ইনসানা আক্তার ও লামিয়া আক্তার
জানায়, তাদের মতো কয়েকশ ছাত্র-ছাত্রী প্রতিদিন খেয়া নৌকা পাড়ি দিয়ে স্কুল
-মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। প্রতিবার খেয়া পাড়ি দিতে ১০ টাকা করে গুনতে
হয়। সময়মতো খেয়া ধরতে না পারলে অন্তত ৩০ মিনিট ঘাটে রোদ-বৃষ্টির মধ্যে
অপেক্ষা করতে হয়।
সাদিব মন্ডল নামের এক যুবক জানান, তিনি তার অসুস্থ
মা'কে নিয়ে ফরিদপুর শহরে যাচ্ছেন ডাক্তার দেখাতে। অনেকক্ষন বসে থাকার পর
নৌকা আসল। এখানে একটা ব্রীজ থাকলে তাদের আর দুর্ভোগ পোহাতে হতো না।
খেয়া
ঘাটের মাঝি শাকিল শেখ বলেন, "দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো
এহানে একখান ব্রীজ অইলো না। আমি এই এলাকার মানুষগেরে সুখ-দুঃখকে খুব কাছ
থেইক্যা দেহি। ব্রিজটা অইলে হগ্গলের দুঃখ-কস্ট দূর অইয়া যাইত।"
উজানচর
ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী মন্ডল জানান, এখানে
একটা ব্রীজের জন্য তারা বহু বছর ধরে চেষ্টা তদবির করে আসছেন। এলাকার সাবেক
এমপি বারবার ওয়াদা দিয়েও এখানে ব্রিজ করতে পারেনি। আমরা এখন নতুন সরকারের
কাছে এখানে ব্রিজ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
গোয়ালন্দ উপজেলা
প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নিল বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি
সেখানে একটি ব্রিজ নির্মান হওয়াটা খুবই জরুরি। এতদিনেও না হওয়াটা অত্যন্ত
দুঃখজনক। আমি এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করব।
৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে