রাজশাহীতে বেসিক ট্রেড শর্টকোর্স পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১১টার সময় শর্টকোর্স ঐক্য পরিষদ রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহী জিরোপয়েন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মর্জিনা পারভীন।
হানিফ খন্দকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আবুল কালাম আজাদ, ড. মারুফ হোসেন, কামাল হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, গোলজার হোসেন বাচ্চু, অধ্যক্ষ মারুফ, আব্দুল খালেকসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্ররিচালকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে বাংলাদেশে প্রায় ৪ হাজার প্রতিষ্ঠান বেসিক ট্রেড শর্টকোর্স পরিচালনা করছেন। এ প্রশিক্ষণ গ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় সুনামের সহিত কাজ করে চলেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শর্টকোর্সের কোন বিকল্প নেই। ব্যক্তি উদ্যোগে পরিচালিত বেসিক ট্রেড আজও সফলভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।
কিন্তু সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর গভর্নিং বডি বিগত ৩১ জুলাই ২০২২ তারিখের সভায় ৬.১ থেকে ৬.৬ নম্বর রেজুলেশনের মাধ্যমে বাবাশিবো’র শর্ট কোর্স কারিকুলামের অধীন জাতীয় দক্ষতা মান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স এনএসডিএ’তে স্থানন্তরের নিমিত্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা (বিটিইবি আইন ২০১৮ এর ৮(ছ)(ঞ) সংশোধন) গ্রহণের জন্য বলা হয়েছে। যার স্মাকর নম্বর ০৩.১৪.২৬৯২.৮৭৬.১১.০০২.২১.৭৯০; তারিখ ২৩/০৮/২০২২ খ্রি.।
বক্তারা আরো বলেন, আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)তে যেতে চাইনা। আমরা কারিগরি শিক্ষা বোর্ডেই থাকতে চাই। কারিগরি শিক্ষা বোর্ডে থেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে সরকারকে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তাই কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষামন্ত্রীসহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন রাজশাহীর শর্টকোর্স পরিচালকগণ।
৪ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে