“ওরাওঁ বিডি কালচার ফোরাম’র’’ আয়োজনে ওরাওঁ আদিবাসী জনজাতির ০৩(তিন) দিনব্যাপী ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গোদাগাড়ী উপজেলার পাথরঘাটা মন্দির মাঠ প্রঙ্গনে। আজ মঙ্গলবার ঐু্যবিাহী এই উৎসবকে কেন্দ্র করে আজ সমাপনী দিনে দিনব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘রক্ষাগোলা’ মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাদার সিলাশ কুজুর, সুনন্দন দাস রতন, অব:সহকারী পরিচালক কাস্টমস গোয়েন্দা; ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল; আদিবাসী সমাজ সেবক উত্তম কুমার খালকো; সাবিত্রি হেমব্রম, সাবেক আদিবাসী ছাত্রনেতা; রানি তির্কী, ওরাওঁ বিডি কালচার ফোরামের নেতা, নবদ্বিপ লাকড়া, আদিবাসী ছাত্রনেতা । আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। আলোচনা সভাটি লালন কুজুরের সঞ্চালনায় পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল মানিক এক্কার সভাপতিত্ব করেন। উৎসবটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন।
৭ দিন ৩ মিনিট আগে
১২ দিন ৫৮ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে