আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে হোসেনপুর থানার আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন - হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই),উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব চন্দ্র সাহা, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় ভূষন সরকার, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কালি প্রসাদ দাস, স্বর্গীয় প্রফুল্ল দত্ত মহাশয়ের বাড়ি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন চন্দ্র দাস, গলাচিপা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি পৃথিশ চন্দ্র সরকার, লাখুহাটি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র ঘোষ, শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় চন্দ্র দাস ও শ্রীবাস সাহা বাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার প্রমুখ।
আলোচনা সভায় হোসেনপুর থানার পরিদর্শক (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় হোসেনপুর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি কয়েকটি বিষয়ে গুরুত্ব সহকারে পালনের নির্দেশ দিয়ে বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে আলোকসজ্জা বৃদ্ধির পাশাপাশি সিসি ক্যামেরা আওতাভুক্ত আনার পরামর্শ দেন ওসি।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় ও পৌরসভায় ১৩ টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত মোট ১৪টি দুর্গা পূজার প্রস্তুতি চলছে।
৩৫ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৬ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৮৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৯৪ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৯৭ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১০৩ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১০ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১৬ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে