কিশোরগঞ্জের হোসেনপুরে ভোরে কুয়াশার চাদরে ঢেকে থাকে পথঘাট ও ফসলের মাঠ। মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা! প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ বিদায়ের ঘনঘটা হেমন্তের আবির্ভূত সুর। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
উপজেলায় শীত নামা শুরু হয়েছে। এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম বাতাস। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।
সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।সাহেবের চর গ্রামের এরশাদ হোসেন দৈনিক দেশচিত্রকে বলেন, ঘাসের ওপর শিশির কণা রৌদ্রে ঝলমল করে, হাঁটাচলা করলে কুয়াসার পানিতে পা ভিজে যায়।
চরকাটিহারী গ্রামের সাইফুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, এবারও আগাম শীতের আভাস পাওয়া যাচ্ছে।শেষ রাতে শরিলে কাঁথা, কম্বল জড়াতে হয় এখনই।
সকালে ও রাতে আমরা শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রাও কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা যায়।