জামালপুরের ইসলামপুর উপজেলায় ১টি চোরাই গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো কুড়িগ্রামের রাজিবপুরের বটতলা গ্রামের ফরিদুল হকের ছেলে রাসেল মিয়া (২৫), জাউনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (২০), বকশীগঞ্জের জানকিপুর ফকিরপাড়া গ্রামের মন্তাজ শেখের ছেলে শফিক ড্রাইভার (২৮) এবং জানকিপুর ঠাকুরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে টিটন মিয়া (৩০)।
শুক্রবার (১২ মে) বিকালে গরু চুরির মামলায় ইসলামপুর থানা পুলিশ আদালতে হাজির আটককৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক।
এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা হাসপাতাল সংলগ্ন চৌরাস্তা নামক এলাকায় থেকে ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদের নেতৃত্বে টহল পুলিশের একটি দল তাদের আটক করে।
এ ব্যাপারে শুক্রবার এসআই তারেক আহমেদ বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে অভ্যাসগত ভাবে চোরাইমাল রাখা ও বিক্রয় করার অপরাধে একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, টহল পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে পিকআপে যোগে একটি গরু নিয়ে ৪ ব্যক্তি চাচ্ছিল। পুলিশ পিকআপটিকে থামিয়ে জিগাজ্ঞাসা করাকালে চালকসহ পিকাআপে থাকা ৩ ব্যক্তি কোনো সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে।
এসআই তারেক আহমেদ বলেন, 'পিকআপ যোগে আনুমানিক ৪০ হাজার টাকা দামের ১টি ষাড় বাছুর নিয়ে ৪ ব্যক্তি যাচ্ছিল। জিগাজ্ঞাসা বাদের এক পর্যায়ে তারা যে চোর, সেটা আমরা নিশ্চিত হই। পরে পিকআপসহ তাদের থানায় এনে তাদের বিরুদ্ধে মামলা করেছি।'
এ ব্যাপারে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই (উপপরিদর্ক) মো. মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'গরু চুরির মামলায় আদালতে হাজির করলে, ওই ৪ জনকে বিজ্ঞ বিচারক কারাগারে প্ররণের আদেশ দেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আব্দুল্লাহ আল রাব্বীকে।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) , মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'গরু চুরি বন্ধে পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।'
৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে