জামালপুরে ইসলামপুর উপজেলায় ফুটবল খেলায় হেরেও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এক লাখ টাকা উপহার দিয়ে জিতে গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় তাঁকে দেখতে নারী-পুরুষসহ মাঠের চারদিকে প্রায় অর্ধ লাখ মানুষের সমাগম ঘটে।
শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ইসলামপুরের মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান এবং সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসির হাতে উপহারের অর্থ তুলে দেন তিনি।
এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ জেলার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এক লাখ টাকা খুবই সামান্য। আরও আরও কিছু করতে পারলে খুশি হতাম। আজকে ফুটবল খেলতে এসে কখনও মনে হয়নি যে সিলেট ছেড়ে জামালপুরে এসেছি। সব দর্শকই যেনো আমার দলের। তাই দল হেরে গেলেও দুঃখ নেই। কেননা জামালপুরবাসী পুরো খেলায় যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, তা বড়ই সম্মানের। এই সম্মান নিয়ে বাড়ি ফিরতে চাই।
মনে হয়, আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইসলামপুরে মানুষের মধ্যে বিলিয়ে দিলেও এ এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না।'
উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি ও তাঁর ছেলে শাহরিয়ার সেতুর আয়োজনে খেলাটি শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।
খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মোরশেদুর রহমান মাসুম খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।
খেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে হবিগঞ্জের কৃতী সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ব্যাক্তিত্ব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে গত মঙ্গলবার রাতে বইয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ইসলামপুরের ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য এক লাখ টাকা দান করেন।
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে