জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামপুর আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বুধবার (২৪ মে) এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ও
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল উল্লেখ করেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সৈয়দুজ্জামান মাস্টার (৯৯) বার্ধক্যজনিত অবস্থায় গত ২২ মে রাত ১১টায় মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মরহুম সৈয়দুজ্জামান মাস্টারকে একজন সৎ, সমাজসেবক শিক্ষাবিদ হিসেবে ইসলামপুরবাসী স্মরণ রাখবে। মরহুম সৈয়দুজ্জামান মাস্টারের মৃত্যুতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী গভীরভাবে শোকাহত। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুক। আমীন।
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে