জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক মেম্বারসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের জুয়া খেলা নিরোধ আইনের ধারার মামলায় আদালতে প্রেরণ করেছে ইসলামপুর থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে ওই জুয়াড়িদের গ্রেপ্তার করে পুলিশ।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, কান্দারচর আকন্দপাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে মর্মে খবর পায় পুলিশ। পরে সহকারী উপরিদর্শক (এএসআই) মো. খোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো- কান্দারচর গ্রামের
মৃত ইমান আলীর ছেলে ও চরগোয়ালিনী ইউপির সাবেক মেম্বার হাসর আলী (৫৫), বাক্কা ফকিরের ছেলে ও চরগোয়ালিনী ইউপির গত নির্বাচনে মেম্বার পদে পরাজিত প্রার্থী বকুল মিয়া (৩৫), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী (২২), মৃত মবেদ আলীর ছেলে নিলু মিয়া (৫০), তমছের আলীর ছেলে জামিরুল ইসলাম (২৭), মোজাম্মেল হকের ছেলে শাহীন এবং (২৪), আজিজল ফকিরের ছেলে রিপন ফকির (৩৫),
এ ব্যাপারে এসআই মো. মাসউদুর রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত ৮ জনের নামোল্লেখে জুয়া খেলার অপরাধ আইনে মামলা দায়ের করেন।
মামলার বাদি এসআই মো. মাসউদুর রহমান জানান, 'কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে জুয়া খেলার আসর থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ সময় তাদের কাছে ২ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ৮ জুয়াড়িকে আদালতে প্রেরণ করেছি।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, 'গ্রেপ্তারকৃত জুয়াড়িরা কান্দারচর আকন্দ গ্রামে জুয়া খেলার আসর বসিয়ে ছিল। জুয়া খেলা বন্ধ করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।'
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে