জামালপুরের ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ শত পরিবারের মাঝে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৪ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
বুধবার(১৪ জুন) স্থানীয় ফরিদুল হক খান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান শাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, সরদার জাকিউল হক প্রমুখ।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সুত্র জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে গত ১৬ মে রাতে প্রলয়নকারী কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মাঝে টাকা বিতরণের কার্যক্রম শুরু করা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু জানান, পৌর এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯ শত পরিবারের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ১৬ জুন এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়নকারী কালবৈশাখী ঝড়ে। ঝড়ে অন্তত আড়াই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে