জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক পদে জাকির হোসেন মুনসন এবং সদস্যসচিব পদে আব্দুর বশীদকে মনোনীত করা হয়েছে।
গত সোমবার (১৯ জুন) উপজেলা কৃষকদলের সভাপতি রেহান আলী এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জামিরুল ইসলাম মন্ডল মেম্বার, ইব্রাহীম মন্ডল মেম্বার, নজরুল ইসলাম মেম্বার এবং হাসিনুর মেম্বারকে করা হয়েছে সম্মানিত সদস্য।
নবনিযুক্ত আহ্বায়ক জাকির হোসেন মুনসন বলেন, 'কিছুদিনের মধ্যে দলের শীর্ষ নেত্রীবৃন্দের সঙ্গে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই ইউনিয়নে কৃষকদল অন্তত সুসংগঠিত ও শক্তিশালী। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে আগামীতে যেকোনো আন্দোলন-সংগ্রামে আমরা প্রস্তুত রয়েছি।'
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে