জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ দলের আরেক মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীকে বিজয় করতে সমর্থন দিয়েছেন। কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় করতে সমর্থন দেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌর মেয়র আব্দুল কাদের সেখের নেতৃত্বে পৌর শহরে কেঁচি প্রতীকের
একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে একটি বিশাল মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আব্দুল কাদের সেখ। এসময় হাজার হাজার লোক অংশ নেন।
মেয়র আব্দুল কাদের সেখ তাঁর বক্তব্যে বলেন 'স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছি। আগামী ৭ জানুয়ারি কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহীনকে বিশাল ভোটের ব্যবধান বিজয় করতে আমরা বদ্ধপরিকর। স্বতন্ত্র প্রার্থী শাহীন নতুন মুখ। এবার নতুন মুখকেই এলাকাবাসী বেচে নিয়েছে।'
টানা তিনবার মেয়াদে দায়িত্ব পালনকারী মেয়র আব্দুল কাদের সেখ আরও বলেন, 'অনিয়ম-দুর্নীতির কোনো কাঁদা শাহীনের শরীরে নেই। তিনি অত্যন্ত ক্লিন ইমেজের ব্যক্তি। কেঁচি প্রতীকে ভোট দিয়ে শাহীনকে বিজয় করতে এলাকাবাসী অপেক্ষায় ভোটের দিন গুণছেন। দুর্নীতিবাজদের পরাজিত করতেই স্বতন্ত্র প্রার্থী শাহীনকে বিজয় করবে এলাকাবাসী। শাহীন বিজয় হলে এলাকাবাসী যেমন দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হবে। তেমনই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে।'
স্থানীয় আওয়ামী লীগের সূত্রে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন মেয়র আব্দুল কাদের সেখসহ ১২ জন। কিন্তু মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল। মনোনয়ন বঞ্চিত হওয়ায় নির্বাচনে প্রার্থী হননি মেয়র আব্দুল কাদের সেখ। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল, ঈগল প্রতীকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য জিয়াউল হক জিয়া এবং কেঁচি প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং সোনালি আঁশ প্রতীকে বিএনপির বহিস্কৃত নেতা তৃণমূল বিএনপির অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।
৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে