জামালপুর-২ ইসলামপুর আসনে পছন্দের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষকের বিরুদ্ধে। সরকারি চাকরি বিধিমালা তোয়াক্কা না করে ওই শিক্ষকরা যার যার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। অভিযুক্ত অধিকাংশ শিক্ষক আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এছাড়া শিক্ষকের একটি অংশ দলীয় মনোনয়ন বঞ্চিত কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিদ্যালয়ে বন্ধ রেখে নৌকা প্রতীকের প্রচারণা চালানোর অভিযোগও রযেছে বেশকিছু শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের বিষয়ে শঙ্কার কথা জানিয়েছেন লাঙ্গল প্রতীকের সমর্থকরা।
তবে অভিযুক্ত শিক্ষকরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বরাবরই অস্বীকার করে যাচ্ছেন।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি চাকরিতে কর্মরত থেকে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আইনের পরিপন্থী। প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বিজয় করতে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিয়েছেন উপজেলার দক্ষিণ চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ডেবরাইপেচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম এবং পশ্চিম বলিয়াদহ নজরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজসহ অন্তত ৭০-৯০ জন শিক্ষক। এছাড়া পৌর শহরস্থ নটারকান্দা এবং কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক পাঠদান বন্ধ রেখে নৌকা প্রতীকের প্রচার করে যাচ্ছেন।'
অপরদিকে, নৌকা প্রতীকের কর্মী আনু হোসেন মণ্ডল বলেন, 'মালমারা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন নজরুল এবং চরবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশীদ কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। এছাড়া ওই শিক্ষক ভোটগ্রহণের কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।'
নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, 'পূর্ব নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক এবং সহকারী শিক্ষক ফজলুল করিম কাঁচি প্রতীকের প্রার্থীকে বিজয় করতে প্রচারণা চালাচ্ছে।'
জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের প্রধান নির্বাচনী এজেন্ট দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেন, 'সরকারি চাকরিজীবী শৃঙ্খলা তোয়াক্কা না করে
অন্তত অর্ধশত শিক্ষক নৌকা ও কাঁচি প্রতীকে ভোট চেয়ে প্রচারণা করে যাচ্ছে। অনেকেই ভোটগ্রহণে দায়িত্বও পেয়েছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।'
গত মঙ্গলবার দুপুরে নটারকান্দা এবং কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুনউর রশীদ। এসময় বিদ্যালয় দুইটি তালাবদ্ধ দেখতে পান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'পরিদর্শনে গিয়ে নটারকান্দা এবং কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি বন্ধ পাওয়া গেছে। কেন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, 'কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে, এমন শিক্ষককে ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে, এধরনের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ হবে।'
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, 'সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আইনে সুযোগ নেই। বেশকিছু শিক্ষকের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠলেও এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি।'
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'প্রার্থীর পক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি আমার জানা নেই। কোনো শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ, এর আগে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী ভোটগ্রহণে দায়িত্ব পেয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ নেন। এনিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে, তদন্তে ৫০ জনকে ভোটগ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্রশাসন। এছাড়া গণমাধ্যমের খবরের ভিত্তিতে বেশকিছু স্বাস্থ্যকর্মী নৌকা প্রতীকের প্রচারে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্তদের সতর্কবার্তা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে