জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের ৪ সমর্থক আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নস্থ মিতালী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী বাজারে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৪ জন আহত হয়।
কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু বলেন, 'গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোস্টার লাগানো শেষে আমরা ৫-৭ কর্মী মিতালী বাজারে পৌঁছামাত্রই আগে থেকে উৎপেতে থাকা নৌকা প্রতীকের সমর্থকদের ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু কালাম আজাদ, তার ছেলে যুবলীগ কর্মী মামুন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউল ফারাজি এবং তার ভাই যুবলীগ কর্মী রমজান। এসময় আমিসহ ৪ জন গুরুত্ব আহত হয়েছি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা আমাদের ৪ কর্মীকে পিটিয়ে আহত করেছে।'
স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ছানোয়ারা বলেন, 'মিতালী বাজার এলাকায় মারপিটে আহত ৪ ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে আব্দুর রশীদ ফারাজি এবং লেবু ফারাজি নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।'
গোয়ালেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত আবু কালাম আজাদ বলেন, 'আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাটি পারিবারিক হলেও রাজনৈতিক ফায়দা নিতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার করা হচ্ছে।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।'
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে