জামালপুরের ইসলামপুর উপজেলায় ভোটগ্রহণের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় গেট থেকে বের হয়ে নাপিতেরচর মণ্ডলপাড়া, বেপারীপাড়া এবং সুতারপাড়া এলাকা প্রদিক্ষণ করে নাপিতেরচর বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা। এসময় হাজার হাজার লোকজন লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বিপুল, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, কোষাধ্যক্ষ সুলতান আকন্দ, ইউনিয়ন বিএনপির সদস্য আব্বাস আলী, ছাত্রনেতা জহির উদ্দিন প্রমুখ।
একইদিন ভোরে পৌর শহরের কাচারি এলাকায় ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। এছাড়া সকাল ১০টার দিকে গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু সরদারের নেতৃত্বে
মিছিলটি মরাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের সড়কে বের হয়ে মরাবন, ডাকপাড়া, নতুন শাহপাড়া, বেপারীপাড়া এবং নাপিতেরচর বাজার এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে যুবদল নেতা জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে নেতা-কর্মীরা। সন্ধ্যায় গোয়ালেরচর ইউনিয়নের মালমারা করোনা বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে