নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার জয়পুরহাটে বাবা-ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪ জগন্নাথপুরে চলছে কৃষক ও কৃষাণীরা ধান গোলায় তোলার উৎসব বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব। শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট নানা আয়োজনে মিডওয়াইফারি দিবস পালন করেছে কক্সবাজার হোপ ফাউন্ডেশন কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কর্মবিরতিতে কক্সবাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা একই কায়দায় ফোন নাম্বর ও সিরিয়াল লিখে এক রাতে ৮টি মিটার চুরি শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির যতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায় দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম টেকনাফে চাঞ্চল্যকর মোস্তাক হত্যার রহস্য উদ্‌ঘাটন, আটক ৬ উখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারে আবারো চালু হলো জোবাইক আগামীকাল স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে কক্সবাজারে ছাত্রলীগের সমাবেশ

বকশীগঞ্জে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনায় 'ভুল বাক্যে' সম্বোধন !


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন এবং নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক নামে 

ব্যক্তিমালিকা একটি চিকিৎসা প্রতিষ্ঠান। ওইসব সংবর্ধনা অনুষ্ঠানে 'ভুল বাক্য' দিয়ে শিক্ষার্থীদের সম্বোধন করার ঘটনা ঘটেছে। ফলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে লেখা শব্দ ও বাক্য নিয়ে। এসব ব্যানারে লেখা বাক্যে বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানানে ব্যানার দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে 

বকশীগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের পক্ষ থেকে।


এর আগে গতাকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওইসব মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। 


সংবর্ধনাপ্রাপ্তারা হলেন, দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া হৃদয় ইসলাম, একই কলেজের আবরার জাওয়াদ রাইয়ান তালুকদার, ময়মনসিংহ মেডিকেল কলেজের নূর এ আফজা মোহনা, একই কলেজের তাসনিম হাসনাইন, নেত্রকোনা মেডিকেল কলেজের জান্নাতুল ফেরদৌসি, একই কলেজের মাহমুদা ফেরদৌসি মীম, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নিশাত তাসনিম ছোঁয়া, নীলফামারী মেডিকেল কলেজের মো. তাহমিদ হাসান এবং আদিবা মুয়িম্মাহ।

উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা এবং উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক। 

সংবর্ধনা প্রদানকালে মেধাবী শিক্ষার্থীরা ছাড়াও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


ওইসব সংবর্ধনার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, '২০২৪ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।' এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'কৃতি শিক্ষার্থীদের' বাক্যে 'কৃতি' শব্দ নিয়ে। ব্যানারে 'কৃতী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয় 'কৃতি'।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'কৃতি শিক্ষার্থীদের' বাক্যটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'কৃতী শিক্ষার্থীদের'। 


অনুসন্ধানে জানা গেছে, বাংলা অভিধানে 'কৃতি' এবং 'কৃতী' বলে সমোচ্চারিত দুটি পৃথক শব্দ রয়েছে। শব্দ দুটি বানানে ভিন্নতা যেমন। তেমনই অর্থও আলাদা। 'কৃতি' শব্দের অর্থ নির্মাণ, রচনা বা সম্পাদিত কর্ম। যেমন- সুকৃতি বা কবিকৃতি। অন্যদিকে 'কৃতী' শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। যেমন- কৃতী পুরুষ বা কৃতী শিক্ষার্থী। মূলত 'কৃতি' শব্দটি বিশেষ্য। কিন্তু 'কৃতী' শব্দটি বিশেষণ। কৃতিজনের গুণাবলী প্রকাশে 'কৃতী' শব্দ ব্যবহৃত হয়। পক্ষান্তরে ব্যক্তি প্রশংসাযোগ্য যা করে, তা ওই ব্যক্তির 'কৃতি' এবং ওই 'কৃতি' ব্যক্তিকে প্রকাশের লক্ষ্যে 'কৃতী' বিশেষণ ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' কৃতী লেখক আহমদ ছফার শ্রেষ্ঠ কৃতি।'



শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'কৃতি' এবং 'কৃতী' শব্দের অর্থ এক নয়। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। অর্থের ভিন্নতা জানা না থাকায় প্রায় সকলেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। 'কৃতী শিক্ষার্থী' স্থলে 'কৃতী শিক্ষার্থী' লিখলে ভুল হবে।'



বকশীগঞ্জের ইউএও অহনা জিন্নাত বলেন, 'ব্যানার ভুলভাবে লেখা হয়েছে কি না, সেটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। এর জন্য সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। ভবিষ্যতে ব্যানারে লেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা জরুরিই বটে। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চার বিকল্প নেই।'


আরও খবর
ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ

২ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে


ইসলামপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

৭ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে