নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার জয়পুরহাটে বাবা-ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪ জগন্নাথপুরে চলছে কৃষক ও কৃষাণীরা ধান গোলায় তোলার উৎসব বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব। শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট নানা আয়োজনে মিডওয়াইফারি দিবস পালন করেছে কক্সবাজার হোপ ফাউন্ডেশন কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কর্মবিরতিতে কক্সবাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা একই কায়দায় ফোন নাম্বর ও সিরিয়াল লিখে এক রাতে ৮টি মিটার চুরি শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির যতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায় দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম টেকনাফে চাঞ্চল্যকর মোস্তাক হত্যার রহস্য উদ্‌ঘাটন, আটক ৬ উখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারে আবারো চালু হলো জোবাইক আগামীকাল স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে কক্সবাজারে ছাত্রলীগের সমাবেশ

আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপস্থিতি হতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন শিক্ষকেরা



জামালপুরের ইসলামপুর উপজেলায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় একটি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপজেলার গাইবান্ধা ইউনিয়নস্থ নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ওই কর্মী সমাবেশের মাধ্যমিক পর্যায়ে 

স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি 'বাধ্যতামূলক' করা হয়েছে সমাবেশ আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া কর্মী সমাবেশ সফল করতে তোরণ ও গেট নির্মাণ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। 



কোমলমতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক দলের কর্মী সমাবেশের যোগ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাগিদ দেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে বিভিন্ন মহলে। কর্মী সমাবেশে লোকজন বেশি উপস্থিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের দাওয়াত দেওয়া হয়েছে মর্মে গুঞ্জন উঠেছে। তবে এনিয়ে কেউ মুখ না খুললেও সমাবেশের আয়োজকদের দাবি, 'কর্মী সমাবেশে ধর্মমন্ত্রীর 'সংর্বধনা' অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।' এদিকে শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিতি হওয়ার জন্য শিক্ষকরা নির্দেশনা দিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে  জামালপুর-২ আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। কর্মী সমাবেশে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়, আহম্মদপুর

উচ্চবিদ্যালয়, পোড়ারচর এসএমএ দাখিল মাদ্রাসা, নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা, পোড়ারচর টেকনিকেল অ্যান্ড বিএম কলেজের প্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ স্থলে সামিয়ানা টানানো কাজও শেষ। ইতিমধ্যে কর্মী সমাবেশ সফল করতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নৌকার তোরণসহ বিশাল বিশাল গেট নির্মাণ করা হয়েছে। এসব তোরণ ও গেটে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রীর ছবিসহ সংবলিত ব্যানার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ ও গেট নির্মাণ করা হয়েছে।


 কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য দেওয়া কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাছুম, উপদেষ্টা মণ্ডলির সদস্য

আজিজুর রহমান ফুটু, নাদের হোসেন এবং সদস্য আবুল কাশেম।


ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন, ধর্মমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ ও গেট নির্মাণ করতেও আয়োজকরা বলেছেন।



গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, 'কর্মী সমাবেশে 

ধর্মমন্ত্রীকে সংর্বধান দেওয়ার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াত দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমাবেশ স্থলে যেতে বলা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি  অনেকটাই 'বাধ্যতামূলক'! সেখানে প্রধান অতিথি ধর্মমন্ত্রীকে সংর্বধনা দিতে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি।'


আহম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বলেন, 'গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ বারী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে কর্মী সমাবেশে যেতে বলেছেন। কর্মী সমাবেশ সফল করতে তোরণ ও গেট নির্মাণ করতে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারিনি। শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আড়াই মাইল দূরের পথ পাড়ি দিয়ে কীভাবে যাব, সেটাই বারবার ভাবছি।'



পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, 'ধর্মমন্ত্রী সংবর্ধনা দেওয়া জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদেরসহ শিক্ষকদের 

আওয়ামী লীগের কর্মী সমাবেশে যাওয়ার তাগিদ দিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ। 



গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ বারী বলেন, 'ইউনিয়নের সবগুলো হাইস্কুল এবং দাখিল মাদ্রাসার শিক্ষকদের কর্মী সমাবেশে যোগদান করতে দাওয়াত দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি তাঁদের মর্জি।'


গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, 'ইউনিয়নের সবগুলো হাইস্কুল এবং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষকদের কর্মী সমাবেশে যোগদান করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে।'


আওয়ামী লীগের দলীয় কর্মী সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেনো নিয়ে যেতে শিক্ষকদের বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টে প্রশ্ন ছুঁড়ে বলেন, 'দলীয় সমাবেশে যেতে দোষ কী? শিক্ষার্থীরা কী আওয়ামী লীগের কর্মী হতে পারবে না? 


গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া, আশামনি, জসিম, সবুজসহ অনেকেই জানায়, 'আওয়ামী লীগের সমাবেশে যাওয়া জন্য স্যারেরা আমাদের নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। আজ আমাদের সঙ্গে নিয়ে স্যারেরা আওয়ামী লীগের সমাবেশে যাবেন। সেকারণেই স্যারেরা সব ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের হাজির হতে বলেছেন।'


আরও খবর
ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ

২ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে


ইসলামপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

৭ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে