জামালপুরের ইসলামপুর উপজেলায় বাসি রান্না ফ্রিজে রাখাসহ দায়ে এক হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মার্চ) দুপুরে ইসলামপুর নিত্য বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ক্রেতাগণ যাতে প্রতারিত না হন, সেজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণে ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ইসলামপুর বনশ্রী হোটেলে মোরগীর রান্না করা বাসি গোস্ত ফ্রিজে রাখাসহ মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় হোটেলের মালিক রাসেল মাহমুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা জমা দেন দণ্ডিত হোটেল মালিক।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার এবং সেনেটারি ইনস্পেকটর কমল পাল। বিভিন্ন কাঁচামালসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'ভ্রাম্যমাণ আদালতে এক হোটেল মালিকের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে