জামালপুরের ইসলামপুর উপজেলায় গোয়েন্দা পুলিশ এবং থানা-পুলিশের পৃথক পৃথক অভিযানে জুয়া খেলার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ ২১ জুযাড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়াড়িদের নামে ইসলাম থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকাস্থ গোরস্থান সংলগ্ন আমেরিকাপ্রবাসী আমেজ উদ্দিনের বহুতল ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে ইউপির দুই সদস্যসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শাখা-২ এর সদস্যরা। গ্রেপ্তার জুয়াড়িরা হলো, উপজেলার পাথর্শী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেরাজ (৩৫), একই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম (৪৩), পৌর শহরের বোয়ালমারী এলাকার আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম (৩৫),
মৃত দুদু মন্ডলের ছেলে গোলাপ মিয়া (৩৫),
নান্নু মন্ডলের ছেলে শিহাব মন্ডল (৩২), মীর্জা আলীর ছেলে শামীম (৩৫), সিরাজুলের ছেলে ছোবাহান (৩৫), পলবান্ধা গ্রামের লুৎফরের ছেলে সুমন (৩৪), আমিনুরের ছেলে শেখ ফরিদ (৩৫), শামছুলের ছেলে ইমরান (৩২), টংগের আগলা গ্রামের মৃত ফজলুর ছেলে সুজন (৩৫), বুধু সেকের ছেলে ফুলু সেক (৩৪), বীর উৎমারচর গ্রামের খোকা সেকের ছেলে ফরিদ (৩৫), সাহাজ উদ্দিনের ছেলে আনোয়ার (৪০) এবং
দর্জিপাড়া গ্রামের মৃত দুদু সেকের ছেলে সোহেল (৩২)।
এছাড়া গাইবান্ধা ইউনিয়নের বটচর বিলের ফাঁকা জায়গায় জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। তারা হলো, বটচর গ্রামের লাল মিয়ার ছেলে উসমান গনি (৩৬), মৃত সদাগর সেকের ছেলে আকরাম (২৬), মৃত অহেদ আলীর ছেলে মারফত (৩০), জমির উদ্দিনের ছেলে জাকিনুর মিয়া (৩০), নাপিতেরচর শাহপাড়া গ্রামের মিজানুরের ছেলে জাহিদ (২২) এবং চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের মৃত বগল সেকের ছেলে নীরব আলী (৩৮)।
দেওয়ানগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) ইশতিয়াক আহমেদ বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের জুয়া খেলা নিরোধ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ওসি) সুমন তালুকদার বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে