জামালপুর জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৭ টার দিকে জামালপুর জেলা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সব অফিসার ও ফোর্সের সমন্বয়ে চলতি এপ্রিল মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) মো. সোহেল মাহমুদ পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সব সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপনসহ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। এছাড়াও যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।
কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন, পুলিশ লাইনসের আরআই মো. শাহ আলম।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন। জেলার সবগুলো থানার অফিসার ইনচার্জগণ এতে অংশ নেন।
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে