জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিনব কায়দায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলো, উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে ফুল মিয়া (২৭) এবং একই গ্রামে নাদু মণ্ডলের ছেলে শহিদুর মণ্ডল (২৮)।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারের বটতলা চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক আহমেদ বাদি হয়ে গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুর মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বাদি এসআই মো. তারেক আহমেদ বলেন, 'আমাদের কাছে খবর আসে গুঠাইল বাজারে ইয়ারা ট্যাবলেট বিক্রি হচ্ছে। আমরা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে কৌশল অবলম্বন করি। এক পর্যায়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বিদেশ ফেরত প্রতারি যুবক সেজে ইয়াবা ক্রয় করতে ইয়াবা ব্যবসায়ীদের কাছে ধর্ণা দেয়। বিদেশে আদম ব্যবসায়ীরা কীভাবে তাঁকে প্রতারিত করেছে, তা জানতে চায় ওই দুই ইয়াবা ব্যবসায়ী। এএসআই এমদাদুল হকের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীরা গল্পে মসগুল হয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে রাজি হয়। এ সময় সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ফুল মিয়া এবং শহিদুরকে আটক করি। তাদের কাছে থাকা ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য হবে ৯ হাজার টাকা। গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুর দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো।'
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বলেন, 'জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুরকে জামালপুর আদালতে সোপর্দ করেছি। মামলা তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে, তাদের আইনের আওতায় আনা হবে।'
জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ((জিআরও) মাজহারুল ইসলাম বলেন, 'মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে ফুল মিয়া এবং শহিদুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি। মাদক বিরোধী পুলিশী অভিযান চলছে।'
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে