মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

আইএইচটির ৪ শিক্ষক অপসারণের আন্দোলনে ৬ শিক্ষার্থী অসুস্থ : মৌখিক পরীক্ষা হয়নি




বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে 

জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইন্সিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ৪ শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা।

আন্দোলন করাকালে তীব্র গরমে ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ ৩ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন করায় নির্ধারিত দিনে তিনটি বিভাগের শিক্ষার্থীদের মৌখিক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।  


রবিবার (১৯ মে) সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আইএইচটির ক্যাম্পাসে চলে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি।



অভিযুক্ত শিক্ষকেরা হলেন, পেষণে নিয়োগ পাওয়া শিক্ষক ডা. শাহ  মো. মোখলেছুর রহমান, ফার্মেসি বিভাগের অতিথি শিক্ষক রবিউল ইসলাম, রেডিওলোজি বিভাগের অতিথি শিক্ষক মো. আবু সাইদ এবং কম্পিউটার বিভাগের অতিথি শিক্ষক শাহাজাহান কবির।


গুরুতর অসুস্থ ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বাধন মিয়া, এসআই পল্লব এবং রেডিওলোজি বিভাগের 

আয়ান আহমেদ সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া রেডিওলোজি বিভাগের 

ছামিউল, ল্যাবরেটরি বিভাগের মায়া এবং অথৈকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। 



আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকেরা ক্লাসে উদ্ভট আলোচনা করাসহ

শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। এছাড়া ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ছাত্রাবাস থেকে অর্থ তছরূপ করে আসছেন। বিধিবর্হিতভূতভাবে পরিবারসহ অফিসার্স কোয়ার্টারে বসবাস করে আসছেন। সরকারি দুইটি এসি এবং প্রতিষ্ঠানের ফ্রিজও ব্যবহার করছেন। 


আইএইচটির সূত্রে জানা যায়, রেডিওলোজি, ডেন্টাল ও ল্যাবলেটরি বিভাগের বিভিন্ন বিষয়ে ৯০ জন শিক্ষার্থীর বোর্ডের মৌখিক পরীক্ষার কথা থাকলেও আন্দোলনের কারণে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মূলত দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা তাঁদের মৌখিক বোর্ড পরীক্ষায় অংশ নেননি। দাবি আদায়ে শত শত ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে আন্দোলন করে। 



দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়াস্থ আইএইচটির ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী আন্দোলন করছে। এসময় 

ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ মজিবুর রহমানের উপস্থিতিত 'শিক্ষক মোখলেছ হটাও, আইএইচটি বাঁচাও', 'দুর্নীতিবাজ শিক্ষককে মানি না মানব না' নানাবিধ স্লোগান স্লোগানে ক্যাম্পাসাঙ্গণ কম্পিত করে তোলে শিক্ষার্থীরা।


আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন বক্তব্য দেন ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া। 


পরে শিক্ষার্থীরা আইএইচটির মূল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের পক্ষে ডেন্টাল বিভাগের ছাত্র শরফ উদ্দিন ভান্ডারী স্মারকলিপি পাঠ করেন। এসময় বক্তব্য দেন, ল্যাবরেটরি বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ছামিয়া বিভা, ডেন্টাল বিভাগের মালিহা সানজাহা নূর মাহী, রেডিওলোজি বিভাগের শাখিল আহমেদ এবং ল্যাবরেটরি বিভাগের আশিক আহমেদ।


বক্তারা বলেন, 'অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা না হলে, আন্দোলন আরও বেগবান করা হবে। ন্যায দাবি আদায়ের লক্ষ্যেই আন্দোলন করা হচ্ছে। দুর্নীতিবাজ শিক্ষকদের সঙ্গে কোনো আপস করা হবে না।


ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ  মজিবুর রহমান বলেন, 'বিভিন্ন অভিযোগ এনে  শিক্ষার্থীরা শিক্ষক শাহ মো. মোখলেসুর রহমানসহ চার শিক্ষকের অপসারণের দাবি করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশা রাখি, শিগগিরই সমস্যা সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা পরে নেওয়া হবে।'



উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, আইএইচটির ৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। 


অভিযুক্ত শিক্ষকেরা ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। পরে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁদের মোবাইল নম্বর ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আইএইচটির শিক্ষার্থীদের আন্দোলন করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। পরে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।'


উল্লেখ্য, ২০১৩ সালের ১০ অক্টোবর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে আইএইচটির এ্যাস্টাবলিশমেন্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ২ নভেম্বর স্বাস্থ্য প্রকৌশলের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয় পাঠদান কার্যক্রম। ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফার্মেসি এবং ডেন্টাল বিভাগের সাড়ে ৫০০ শত শিক্ষার্থী রয়েছে।



আরও খবর

ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে