জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার সম্প্রতি ঘোষিত
ফলাফলে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের জিপিএ ৫ প্রাপ্ত কৃতী সন্তানদের হাতে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার তোলে দিয়ে অভিনন্দন জানান প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী।
প্রধান অতিথি এসপি মো. কামরুজ্জামান বলেন, 'সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা; সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত ওই সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'
কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ তাঁর বক্তব্যে বলেন, 'তোমরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।'
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, কৃতী শিক্ষার্থী পুলিশ পরিবারের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে