মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

জামালপুরে পুনাকের উদ্যোগে 'সংবর্ধনা' অনুষ্ঠানে 'ভুল বাক্যে' শিক্ষার্থীদের সম্বোধন!


জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে 'ভুল বাক্য' দিয়ে শিক্ষার্থীদের সম্বোধন করার ঘটনা ঘটেছে। ফলে পুলিশ পরিবারের কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে লেখা শব্দ ও বাক্য নিয়ে। এসব ব্যানারে লেখা বাক্যে বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানানে ব্যানার দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


মঙ্গলবার (২৮ মে) বিকেলে জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, 'কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪।' 

এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'কৃতি শিক্ষার্থী' বাক্যে 'কৃতি' শব্দ নিয়ে। ব্যানারে 'কৃতী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'কৃতি'।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'কৃতি শিক্ষার্থী' বাক্যটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'কৃতী শিক্ষার্থী'। 


অনুসন্ধানে জানা গেছে, বাংলা অভিধানে 'কৃতি' এবং 'কৃতী' বলে সমোচ্চারিত দুটি পৃথক শব্দ রয়েছে। শব্দ দুটি বানানে ভিন্নতা যেমন। তেমনই অর্থও আলাদা। 'কৃতি' শব্দের অর্থ নির্মাণ, রচনা বা সম্পাদিত কর্ম। যেমন- সুকৃতি বা কবিকৃতি। অন্যদিকে 'কৃতী' শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। যেমন- কৃতী পুরুষ বা কৃতী শিক্ষার্থী। মূলত 'কৃতি' শব্দটি বিশেষ্য। কিন্তু 'কৃতী' শব্দটি বিশেষণ। কৃতিজনের গুণাবলী প্রকাশে 'কৃতী' শব্দ ব্যবহৃত হয়। পক্ষান্তরে ব্যক্তি প্রশংসাযোগ্য যা করে, তা ওই ব্যক্তির 'কৃতি' এবং ওই 'কৃতি' ব্যক্তিকে প্রকাশের লক্ষ্যে 'কৃতী' বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, 'গীতাঞ্জলি' কৃতী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কৃতি।'



শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'কৃতি' এবং 'কৃতী' শব্দের অর্থ এক নয়। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। অর্থের ভিন্নতা জানা না থাকায় অনেকেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। 'কৃতী শিক্ষার্থী' স্থলে 'কৃতি শিক্ষার্থী' লিখলে ভুল হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা জরুরিই বটে। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চার বিকল্প নেই।'


আরও খবর

ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

১৩ ঘন্টা ৫১ মিনিট আগে