জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার কবল থেকে আড়াই বছর বয়সী নাতি মুস্তাকিমকে
বাঁচাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় দাদা ওয়ারেছ আলী (৬৫) নিহত হয়েছেন। ওয়ারেছ আলীর বাড়ি উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামে।
বুধবার (২৯ মে) বিকেলে ৪টার দিকে বানিয়াবাড়ী এলাকায় ইসলামপুর-গুঠাইল বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আধা ঘণ্টা আগে ওয়ারেছ আলী তাঁর ছেলে ঘরের নাতি মুস্তাকিমকে নিয়ে বসতবাড়ি সংলগ্ন ইসলামপুর-গুঠাইল বাজার আঞ্চলিক সড়কে বানিয়াবাড়ী নতুন ব্রিজের পশ্চিম পাশে তীব্র গরম কাটাতে বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে তাঁর অজান্তে নাতি মুস্তাকিম সড়কের এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে থাকে। এসময় ইসলামপুর হতে গুঠাইল বাজারের উদ্দেশ্যে একটি দ্রুতগামী অটোরিকশার নিচে পড়ার আশঙ্কায় নাতি মুস্তাকিমকে বাঁচাতে এগিয়ে যান ওয়ারেছ আলী। এসময় ওই অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ওয়ারেছ আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত ওয়ারেছ আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছিবার আগেই পথিমধ্যে তিনি মারা গেছেন।'
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, 'হাসপাতালে গিয়ে ওয়ারেছ আলীর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে