জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে বিনামূল্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার গুঠাইল বাজার থেকে এডিপির অর্থায়নে ৮৬ জন সুবিধাভোগীর মাঝে
স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহালম মণ্ডল এবং ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ উপস্থিত থেকে ল্যাট্রিন সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলী খালেদুজ্জামান, আডিইর ফিল্ড ফ্যাজিলেটর মনোয়ারা হোসেন এবং ইউপির হিসাব সহকারী মো. শাহীন।
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহালম মণ্ডল, 'হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান আরও বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল এই বাক্য সকলকে মনে রেখে একটু সচেতন হলেই বড় ধরনের রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায়। সরকারের পাশাপাশি বেরসরকারি উন্নয়ন সংস্থাও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে কাজ করে যাচ্ছে এতে সবাইকে এগিয়ে আসতে হবে। ইউনিয়নবাসীকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করতে সব্র সচেষ্ট থাকতে হবে।'
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে