বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর দেওয়া গণমাধ্যমে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা।
এমপি হোসনে আরা মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, 'ইতিহাস কোনো মিথ্যা বলে না। সুতরাং কে কার 'খুনি' সেটা জাতি নিশ্চয় অবগত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'খুনি' বলে মন্তব্য করেন।
এনিয়ে 'জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর ‘খুনি’ বললেন এমপি হোসনে আরা' শিরোনামে একটি খবর একাধিক পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু। পরে ওইদিন রাতে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘এমপি হোসনে আরা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। 'রাজনৈতিক প্রতিবন্ধী' না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান 'বীরউত্তম' উপাধিতে ভূষিত। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি ফেরাতে একশ্রেণির 'রাজনৈতিক প্রতিবন্ধী' ঢালাও ভাবে মন্তব্য করে যাচ্ছে। কাজেই হোসনে আরা যা বলেছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত।'
এনিয়ে 'এমপি হোসনে আরা রাজনৈতিক প্রতিবন্ধী' শিরোনামে একটি খবর একাধিক পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি হোসেন আরা এমপি।
এ বিষয়ে এমপি হোসেন আরা এ প্রতিবেদককে বলেন, 'বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু আমাকে 'রাজনৈতিক প্রতিবন্ধী' আখ্যা দেওয়ায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জনগণের মতামতকে ভিন্নদিকে ফেরাতে আমাকে উদ্দেশ্য করে তিনি ওমন বেমানান মন্তব্য করে মনগড়া তথ্য উপস্থাপন করেছেন। কাজেই সুলতান মাহমুদ বাবু যা বলেছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত।'
হোসনে আরা এমপি আরও বলেন, বিএনপি নেতা বাবুর শিষ্টাচার বহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে