জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন স্বাধীনতা বিরোধী চক্র মিথ্যাচার বক্তব্য বিবৃতি দিয়ে দেশের শান্তাকামী জনগণকে বিভ্রান্ত করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে। এসব মিথ্যাচারে কান দিবেন না। লন্ডনে বসে দেশের জনগনকে ধোকা দিয়ে ক্ষমতার মসনদে বসার আকাঙ্খা আর লুটপাট করার দিন শেষ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আছে সরকার বিদ্যুৎ সহ সড়ক যোগাযোগ, শিক্ষা স্বাস্থ্য সহ সকল ক্ষেতেই উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন উন্নয়ন এবং শান্তিতে বসবাস করতে পূনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনগণের প্রতি অনুরোধ জানান।
শনিবার (১০ জুন) সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুর রব সরকার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর পুত্র শাহদাত মান্নান অভি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন,
সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, উপজেলা আ.লীগ নেতা লুৎফুর রহমান, আ.লীগ বদরুল ইসলাম, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমূখ।
৫২ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৯ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৪ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৪ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৪ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৬ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১৬ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে