সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে শ্রীধর পাশা গ্রামের মানব পাচারকারী চক্রের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের লিবিয়ার মাফিয়া ঘাতক দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া (৫০), তার মা আছমা বেগম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়।
জানা যায়, গত ২০২১ সালের মার্চ মাসে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে একওয়ান ইসলামকে ইতালি পাঠানোর জন্য মৌখিকভাবে ১৯ লাখ টাকায় চুক্তি করেন এই দম্পতি।
চুক্তি মোতাবেক আসামিদের নগদ ১৫ লাখ টাকা দেন মামলার বাদী তরিকুল ইসলাম। পরে একওয়ানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত ওই দম্পতির ছেলে আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদের কাছে পাঠিয়ে দেয়।
তখন বাদী তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, সে লিবিয়ায় আছে এবং অনেক কষ্টে দিনযাপন করছে। একওয়ান লিবিয়ায় থাকা মানবপাচার কারীদের নির্মম নির্যাতনে চলতি বছরের ১৬ জুন একওয়ান মারা যায়।
২৯ সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানো হয়, এই ঘটনায় একওয়ানের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৩ অক্টোবর জগন্নাথপুর থানায় মানবপাচার আইনে আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), তাদের ছেলে লিবিয়া প্রবাসী আলী হোসেন (২৫), আত্মীয় সালেহ আহমদকে (৪৫) আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের কে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। লিবিয়া থাকা আসামিদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।
৫২ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৯ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৪ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৪ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৪ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৬ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১৬ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে