নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

জগন্নাথপুরে দলিল লেখকদের কর্মসূচী প্রত্যাহার


সুনামগঞ্জের জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের অপসারণের দাবীতে উপজেলা দলিল লেখক সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের কলম বিরতি কর্মসূচী অবশেষে প্রত্যাহার করা হয়েছে। 

আজ বুধবার (১২ অক্টোবর) কলম বিরতির প্রায় ২ সপ্তাহের মাথায় জরুরি বৈঠকের মাধ্যমে  ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নেন দলিল লেখকরা। 

জানাগেছে,  সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে অসাধু আচরণ, ক্ষমতার অপব্যাবহার সহ নানা অনিয়মের অভিযোগে অনিদিষ্ট কালের কলম বিরতি পালন করেন দলিল লেখক সমিতি। 

ফলে লাগাতার ২ সপ্তাহ কর্মসূচী চলমান থাকায় অফিসের দৈনন্দিন কর্মকান্ডে  অচলাবস্থা বিরাজ করে ।

পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন উপজেলার সেবা গ্রতীতারা। 

এতে অফিসে দলিল রেজিস্ট্রেশন না হওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারায়। 

এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নজরে আসলে জনস্বার্থে তিনি এ বিষয়টি সুরাহার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 

এরই প্রেক্ষিতে এক জরুরী বৈঠকের মাধ্যমে উভয়পক্ষ বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হন।

এ সময় সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ মফিজুল ইসলাম ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই সহ উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলাপ-আলোচনা শেষে 

সাব-রেজিস্টার আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলী ও আন্দোলনকারী দলিল লেখকদের মধ্যে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়।

পরে অনির্দিষ্ট কালের কলম বিরতি থেকে সরে দাড়াঁন দলিল লেখকরা। 

ফলে আগামীকাল বৃহস্পতিবার দলিল রেজিষ্ট্রেশন হবে বলেও বৈঠকে একমত পোষন করা হয়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ বলেন, আমাদের বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

জনগণের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে কর্মসূচী আমরা প্রত্যাহার করেছি। 

তিনি (রেজিস্ট্রার) আমাদের কথা দিয়েছেন, 

এখন থেকে সবাইকে নিয়ে সুন্দরভাবে তিনি অফিস পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি ।

উল্লেখ্য: জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলীর একটি দলিলকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর বিরোধ সৃষ্টি হয়। 

এর পর থেকে কলম বিরতি কর্মসূচী ঘোষনা করেন দলিল লেখকরা। 

সাবরেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে যোগদানের পর থেকে অসাদাচরণ, ক্ষমতার অপ-ব্যবহার,অনিয়ম-দূর্নীতি সহ নানা অভিযোগ তুলেন এলাকার গর্ন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন এলাকার সেবা গ্রহীতা সহ দলিল লেখকরা। 

যার কারণে রোষানলে পড়েন রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসান।

Tag
আরও খবর