জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় অপর ৩জনকে গুরুতর জখম অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদরের নান্দিনা এলাকা থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জামালপুর সদর থানার আওতাধীন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৪১১ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪৩৩ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৪৪৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৫১ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪৫৬ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৫৯ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে