জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

চার কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

জনদুর্ভোগ পূর্ণ রাস্তা

হালকা বৃষ্টি হলেই স্কুল, কলেজ ও হাটবাজারের যাতায়াতের জায়গা হয়ে যায় কাঁদাময়। স্কুল শিক্ষার্থীরা কখনও পা পিছলে পড়ে যায় কাঁদায়। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেই।


কৃষক তার ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করবে তার ভালো কোনো ব্যবস্থা নেই। কারণ সে অঞ্চলের মানুষের যাতায়াতের যে মাধ্যম রাস্তা আছে তা কাঁদায় পরিপূর্ণ। শুধু তাই নয় খালখন্দ আর গর্তে জরাজীর্ণ। এমনি এক অঞ্চল হলো জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড়তাজপুর -শালগাঁও-শিডগাংরাইল রাস্তাটির প্রায় ৪ কিলোমিটার জুড়ে অসংখ্য খালাখন্দ আর গর্ত থাকায় ৫ টি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব ওই  রাস্তাটির পাকা করণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


সরেজমিন জানা গেছে, বড়তাজপুর-শালগাঁও-শিডগাংরাইল রাস্তাটি দিয়ে প্রতিদিন বড়তাজপুর, শালগাঁও, দস্তপুর এবং শিডগাংরাইলসহ আসপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার লোক  যাতায়াত করে। এ  রাস্তাটির দুপাশে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ছোট বড় ২০০টি গরুর খামার ও ২৫টি পোল্ট্রি ফার্ম, ১০-১২টি চাষযোগ্য পকুর অবস্থিত। 


রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায়  চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বড় পুকুরের পাড়ের উপর দিয়ে গেছে রাস্তাটি। ওই পুকুরে ভেঙ্গে গেছে রাস্তার প্রায় ৩০০ মিটার। তাই ওই রাস্তাটি দিয়ে চলাচল করতে অনেক সময় ঝু্ঁকির মুখে পড়তে হয়। ঝুঁকি থাকা সত্বেও জীবন ও জীবিকার প্রয়োজনে এ রাস্তা দিয়ে প্রতিদিন ভটভটি, অটোরিক্সা, মটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রয়ই ছোট ছোট দুর্ঘটনা ঘটে থাকে। দ্রুত এ রাস্তাটি পাকা করা না হলে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ‘নিরাপদ সড়কে’র স্বার্থে অতিদ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


 
গরুর খামারি এমদাদুল ইসমাম বলেন, রাস্তাটিতে খালাখন্দ থাকায় গরু এবং মুরগির অসুখ-বিসুখে জরুরী প্রয়োজনে চিকিৎসক সময় মতো আসতে পারন না। তখন মোটা অংকের লোকশান গুণতে হয়।


শালগাঁও এর কৃষক আব্দুল আব্দুর রাজ্জাক বলেন, রাস্তার বেহার অবস্থার কারণে উৎপাদিত বিভিন্ন শস্য বাজারজাত করতে নানা দুর্ভোগ পোহাতে হয়। বেশি টাকা দিতে চাইলেও অনেক সময় কৃষিপণ্য পরিবহণের জন্য ভ্যান বা ভটভটি পাওয়া যায়না। ফলে কৃষি ও কৃষকের স্বার্থে রাস্তাটি দ্রুত পাকা করণের দাবী জানাচ্ছি।


শিডগাংরাইল গ্রামের শ্রীমতি চামেলি রানী বলেন, বর্ষাকালে রাস্তাটি দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। ভ্যান বা ভটভটিও চলাচল করতে পারনা। তাই প্রসূতিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বিড়ম্বনায় পড়তে হয়।


শালগাঁও কোরবানিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আব্দুল হালিম বলেন, বর্ষাকালে রাস্তাটি দিয়ে চলাচল করতে  শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা পেশার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি পাকা হলে এলাকাবাসীর কষ্ট দূর হবে।


স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, শালগাঁও কোরবানিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসাটি ভোটকেন্দ্র হওয়ায় কেন্দ্র পর্যবেক্ষণের জন্য রাস্তাটি পাকা হওয়া জরুরি। রাস্তাটির কোড নম্বর হয়েছে মর্মে চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।

 
পুরানাপৈল ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, জেলা প্রশাসক শরিফুল ইসলামের মাধ্যমে ইতোমধ্যে বড়তাজপুর-শালগাঁও-শিডগাংরাইল রাস্তাটির কোড নম্বর পাশ হয়েছে। এখন যে কোন সময় রাস্তাটির পাকাকরণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। 


আরও খবর