জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

জয়পুরহাটে আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ! প্রধাণ অতিথিই জানেন না সম্মেলন হয়েছে কিনা

জয়পুরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর ৮ জন, পুলিশসহ আইন শৃংঙ্খলা বাহিনী ২০ জন। এমনই পরিবেশে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে ০৮ নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কমিটির উপর দায় দিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক।


আগামী ২৩ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দলীও অভ্যন্তরিন কন্দোলে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তরিঘরি করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ০৮নং জামালপুর ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীকে না জানিয়ে এ সম্মেলনের মাধ্যমে ইউনিয় পকেট কমিটি গঠণ করা হচ্ছে এমন অভিযোগ স্থানীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের। 


এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৯ জন করে ১৭১, কোয়াবশন ১৫ ও ইউনিয়ন কমিটির ৬৫ জন মিলে মোট ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন।


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু বলেন, সম্মেলনে ৮ জন কাউন্সিলর, পুলিশ, সাংবাদিক সহ মোট ৩০ জনের মতো উপস্থিত ছিল। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি।


সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে আমরা সম্মেলন করছি বলে সভাপতি গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান। 


জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস, এম সোলায়মান আলী বলেন, আমি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে কাউন্সিলদের উপস্থিতি খুবই কম। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি। ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৮৪ জন কাউন্সিলর উপস্থিত থাকতে হবে।


জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলনটির প্রধান অতিথি আরিফুর রহমান রকেট এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সম্মেলন হয়েছে কিনা খবর পাই নাই, কাজে ব্যাস্ত ছিলাম জানিনা।


উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য, জেলা কমিটির সকল সহ-সভাপতি ও সাধারন সম্পাদকের নাম সম্মেলনের ব্যানারে থাকলেও জেলা কমিটির একজন সহ-সভাপতি ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।

আরও খবর