ক্ষেতলালে মানসিক ভারসাম্যহীন কিশোরীর আত্মহত্যা চৌদ্দগ্রামে ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদের পূ্র্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত। দরিদ্রদের মাঝে বিতরণের মুরগির ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৪ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বুড়াবুড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর প্যারিস সফরের সম্ভাবনা রয়েছে: ফরাসি রাষ্ট্রদূত রাজধানীতে বোমা কারখানার সন্ধান, বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব জয় এর পালা শুরু। আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যান সহ ২০ বাড়ি ভাঙচুর, হামলা-পাল্টা হামলায় আহত-১০, আটক-১৩ শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম "সংসার হচ্ছে একটি দ্বিচক্রযান; যার চালক ও এক চক্র হচ্ছে স্বামী আর অপরটি স্ত্রী!" যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 'চালকত্বের' দাসত্ব স্বীকার! নচেৎ তা শুধুই 'সং!' লাখাইয়ে সরকারীভাবে ধান সংগ্রহের উদ্বোধন। দুর্গাপুরে বিষপানে আত্মহত্যায় মামলায় দেবর আটক নেত্রকোণার সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় লবণ উৎপাদনে খুশি চাষীরা,দামে হতাশ সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবার হত্যার বিচার চাই: এমপি আনারের মেয়ে সেচ্ছাসেবকলীগ নেতা সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শহীদ হালিম-লিয়াকত বৃত্তির সনদ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বগুড়ায় ডাকঘর প্রহরীকে হত্যা করে ডাকাতির চেষ্ট

মো আব্দুল মোমিন

বগুড়ার প্রধান ডাকঘরের ভোল্ট কেটে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় প্রহরীর দায়িত্বে থাকা প্রশান্ত আচার্য নামে ডাকঘরের অফিস সহায়ককে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ মারা যাওয়া প্রশান্তের ভাই গোবিন্দকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে।


সোমবার (২৪ এপ্রিল) সকালের কোনো এক সময় ঘটনাটি ঘটে। 


নিহত প্রশান্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের প্রাণকৃষ্ণ আচার্যের ছেলে।


মারা যাওয়া প্রশান্তের চাচাতো ভাই দুলাল আচার্য বলেন, “আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় প্রশান্ত তার ভাই গোবিন্দকে মোবাইল ফোন করে জানায় ‘ভাই তাড়াতাড়ি আয়, এসে আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলে দিলো।’ এরপর থেকে তার ফোন বন্ধ। পরে গোবিন্দ আমাদের জানায়। আমরা সবাই পোস্ট অফিসে এসে গেট বন্ধ পাই। পরে পুলিশকে জানায়। পুলিশের সহযোগিতায় ভেতরে ঢুকে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।”


নিহত প্রশান্তের বড় ভাই পরেশ আচার্য বলেন, ‘আমরা ডাকঘরের ভেতরে ঢুকে দেখি ভাইয়ের লাশ পড়ে আছে। তার হাত বাধা। কপালে রক্ত। পরিকল্পনা করেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। কারণ, প্রশান্তকে অনেকেই হিংসে করতো। হত্যার ঘটনা ধামাচাপা দিতেই এই ডাকাতির নাটক সাজানো হয়েছে।’


ডাকঘরের প্রহরী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা তো সারা বছর ছুটি পাই না। ঈদের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দুই দিনের ছুটি দিয়ে প্রশান্ত আর মিঠুকে প্রহরীর দায়িত্ব দিয়েছিলেন। নিহত প্রশান্ত ডাকঘরের অফিস সহায়ক হিসেবে কাজ করতেন।’


ডাকঘরের সহকারী পোস্টমাস্টার রাকিব বিশ্বাস বলেন, ‘প্রশান্তকে খুন করা ছাড়াও আমাদের বেশ কিছু টাকা পয়সা নিয়ে গেছে ডাকাতরা। কত টাকা নিয়ে গেছে এটা ইনভেন্টরি না করলে আমরা বুঝতে পারবো না। ডিসি অফিসের একজন ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ইনভেন্টরি করবো। নিহত প্রশান্ত অন্য ধর্মের হওয়ায় তাকেসহ মিঠু নামের আরেকজনকে ঈদের ছুটিতে প্রহরীর দায়িত্ব দেওয়া হয়েছিলো। মিঠু আগের রাতে ডিউটি করেছেন। কিন্তু গতরাতে করেছেন কিনা সেটা এখনো বলা যাচ্ছে না।’


বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, প্রাথমিকভাবে এই ঘটনাকে ডাকাতি চেষ্টা মনে হচ্ছে। ভোল্ট মেশিন ভাঙার বেশ কিছু যন্ত্রপাতি আমরা পেয়েছি। মূল ভোল্ট কাটার চেষ্টা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা প্রতিয়মান হয়েছে, গুরুত্বপূর্ণ বা মূল্যবান সম্পদের হানি হয়নি। তবে কি কি খোয়া গেছে তালিকা করার পর বলা সম্ভব হবে। আমরা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছি। 


তিনি আরও বলেন, ডাকাতির চেষ্টা এবং এই হত্যাকাণ্ড কেন ঘটলো তার রহস্য খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই গোবিন্দকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


Tag
আরও খবর
কাহালুতে মাদক ব্যবসায়ী সহ আটক ০৩

১০৩ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে