৬ মে শনিবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে এক সাধারণ সভা সভাপতি রায়হান রানার সভাপত্বিতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী অনুমোদন ও আগামী দুই বছরের জন্য কার্য নির্বাহী কমিটি সর্ব-সম্মতিক্রমে গঠন করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হন এনামুল হক (করতোয়া), সহ-সভাপতি আবু মুসা (ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সাব্বির হাসান (চাঁদনী বাজার), যুগ্ম সম্পাদক আতাউর রহমান (সাতমাথা), সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ (প্রভাতের আলো), কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমার বয়েল (মুক্ত বার্তা), দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব (সময়ের কাগজ), নির্বাহী সদস্য রায়হান রানা (ভোরের দর্পনও দৈ: বগুড়া), আল আমিন মন্ডল (উত্তর কোন), নজরুল ইসলাম (জয়যুগান্তর), ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি) ও তোহাব রহমান (চ্যালেন এস)। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম লাকী, রেজাউল করিম, ইসলাম রফিক, মনিরুল ইসলাম মিলন, সদস্য আমিমুল এহসান শামীম, নাছের মাহমুদ মানিক প্রমুখ।
৪১৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৩৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৬৬ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৬৭ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৪৯ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৬২ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬৯ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৭৬ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে