নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা বিএনপির আয়োজনে খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপিঠ মাঠ প্রাঙ্গনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (৮সেপ্টেম্বর) নড়াগাতি থানা বিএনপির আহবায়ক খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুব মোর্শেদ জাপলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, নড়াইল জেলা বিএনপির অন্যতম সদস্য আবু হায়াত সাবু, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মিরাজ ফকির, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদাত কবির রুবেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডলার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুন্সি বায়েজিদ বিল্লাহ, নড়াইল জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, জেলা শ্রমিক দলের আহবায়ক সাঈদুজ্জামান আমল ও সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সর্দার, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত মোর্শেদ সাথীল, নড়াগাতি থানা বিএনপি নেতা মোঃ নাসির সর্দার, নড়াগাতি থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন খান, নড়াগাতি থানা যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন ঝুনু, নড়াগাতি থানা বিএনপি নেতা নিয়ামত শেখ, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিক, কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মিখাইল শেখ, নড়াগাতি থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিষান, সদস্য সচিব মাফিজুর রহমান,সাবেক ছাত্রনেতা সুমন মোল্যা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম, এবং পবিত্র গীতা পাঠ করেন মিন্টু ঘোষ।
প্রধান অতিথির বক্তব্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দ্রব্যমূল্য উর্ধগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। সরকারের মন্ত্রী-আমলারা সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে। ব্যাংক লুট করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হোক।
প্রধান বক্তা মনিরুল ইসলাম বলেন, সরকার জনগণের সাথে প্রতারণা করেছেন। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করেনি। জনগনকে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বললেও সে কথা বর্তমান সরকার রাখতে পারেননি। এজন্য সরকারের পদত্যাগ করা উচিত।
অন্যান্য বক্তারা বলেন তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
১৪৬ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬৫ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬৮ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৬৮ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৫৭২ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৫৭ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৭৬ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে